Saturday, February 17, 2018

ভেক্টর ( Vector )

STL

সি++ এ বিশাল একটি লাইব্রেরী আছে, যার কোডগুলো যেকোন ধরণের ডাটার জন্য কাজ করতে পারে। এই টেম্প্লেট লাইব্রেরীর সবচেয়ে স্ট্যান্ডার্ড ভার্শনটার নামই স্ট্যান্ডার্ড টেম্প্লেট লাইব্রেরী, ওরফে STL।
STL হল একটা বেশ বড়সড় একটা লাইব্রেরী। আমাদের শুধু জানতে হবে সেটা আমরা কিভাবে ব্যবহার করবো। এখন আমরা কিছু STL নিয়ে আলোচনা করবো।

ভেক্টর (vector)

মাঝে মাঝে আমাদের এমন কিছু দরকার হয় যেখানে সাড়ি থাকবে n সংখ্যক, প্রতি সাড়ি তে আবার m সংখ্যক কলাম ও থাকবে। এখানে n,m <= 10000. এবং বলা আছে, কোন কোন সাড়ি তে আবার কলাম নাও থাকতে পারে, মানে ব্যাপারটা এভাবে চিন্তা করলে দেখা যায়, এমন সাড়ি থাকতে পারে যেখানে 10000 এর মতন কলাম আছে, আবার এমন সাড়িও থাকতে পারে যেখানে অনেক কম কলাম আছে। 10000 টা সাড়ি থাকতে পারে যার প্রতিটি মাত্র 5-6 টি কলাম নিয়ে আছে।আর বলা আছে, সাড়ি এবং কলাম মিলে 1000000 এর বেশি কোন ভ্যালু নেই। এখন কথা হল, আমরা যদি এরকম একটা scenario কল্পনা করি তাহলে আমরা 2D (Dimensional ) অ্যারে এর কথা ভাবতে পারি এভাবে,

int a[10000][10000]; // ইনটিজার টাইপ এর একটি অ্যারে, a
এটা কিন্তু বেশ বড়সড় একটা অ্যারে। আমার কম্পিউটার মাথা ঘুরে পড়ে যাবে তাকে এই পরিমান মেমরি অ্যালোকেট করতে বললে, কিন্তু আমার আসলে এত বেশি জায়গা লাগছে না, কারন আমাকে বলেই দেয়া হয়েছে ডাটা সবমিলে সর্বোচ্চ 1000000 টা থাকতে পারে। এধরণের সময়, আমরা ডাইনামিক মেমরি অ্যালোকেট করি - ঠিক যতটুকু মেমরি দরকার ঠিক ততটুকুই নেই। যেটা ম্যানুয়ালি করা বেশ কষ্টকর, আর সেটায় মেমরি পরিষ্কারও করে দিতে হয় কাজ শেষে, নইলে সব ডাটা জমতে জমতে কম্পিউটারের crash করার সম্ভাবনা প্রায় ৮৫% (:P)।
ভেক্টর হলো একটা অ্যারে, যেটায় ডাইনামিকালি জিনিসপাতি ঢুকিয়ে রাখা যায়। মানে, এটাও একটা অ্যারে, কিন্তু সেটা ঠিক ততটুকু মেমরি খায়, যতটুকু খাওয়া লাগে।

ভেক্টর এর হেডার ফাইল ঃ #include<vector>
ভেক্টর ডিক্লেয়ার করে এভাবেঃ  vector< int > a;

যদি অন্য কোন টাইপের ডাটা নিতে চাই তাইলে int এর জায়গায় সেই ডাটার নাম লিখতে হবে। যেমন এটা আরো কিছু অ্যারে।
vector< double > hash;
vector< long long > balti;
vector< char > cow;
vector< float > dalim;

ভেক্টরে কোন ডাটা রাখতে হলে, সেই ভেক্টরের শেষে ডাটাটাকে পুশ করতে হয়।
a.push_back( 100 );       // push_back() function
আর ভেক্টরে কয়টা ডাটা আছে সেটা আমরা জানতে পারি .size() ফাংশনকে কল করে। যেমন আমি একটা ভেক্টরে কিছু ইন্টেজার ঢুকাবো, তারপর সবাইকে প্রিন্ট করবো, সেটার কোড হবে এরকমঃ

int main() {
vector< int > v;
v.push_back( 1 );
v.push_back( 2 );
v.push_back( 3 );
v.push_back( 4 );
forint i = 0; i < v.size(); i++ )
cout << v[i] << endl;
return 0;
}

বাকি সব কিছুতে ভেক্টরকে সাধারণ অ্যারের মত ব্যবহার করা যায়। যেমন আমি 0th এলিমেন্টটা পাল্টে দিতে পারি v[0] = 10000 লিখে। আরেকটা সুবিধা হচ্ছে আমরা অ্যারেতে সরাসরি কপি করতে পারি না । কিন্তু ভেক্টরে সেটা করা যায়ঃ

int main() {
vector< int > v, cp;
v.push_back( 1 );
v.push_back( 2 );
v.push_back( 3 );
v.push_back( 4 );
cp = v; // copying
forint i = 0; i < cp.size();  i++ )
cout << cp[i] << endl;
return 0;
}

ভেক্টরে যদি আমি 2D ডাটা রাখতে চাই তাহলে সেটা দুভাবে করা যায়
vector< int > v[100];
vector< vector< int > > v;

প্রথমটি বেশি preferable, তবে এখানে  row  ১০০ টাই থাকবে,আমি ১ টি row ব্যবহার করলেও প্রোগ্রাম ১০০ টার জন্য জায়গা নিয়ে রাখবে।
পরেরটির কলাম ও ডাইনামিকালি চেঞ্জ করা যাবে।
* vector< vector< int >> v; এভাবে লিখলে >> এর জন্য কিছু কম্পাইলর কিন্তু এরর দিবে।
তাই সাবধানতা অবলম্বন করে spacing ব্যবহার করা ভালো।

সমস্যা
১. ১০ থেকে ১০০০০ এর মাঝের সকল বেজোড় সংখ্যা ভেক্টরের মাঝে নিয়ে প্রিন্ট কর।
২. N সংখ্যক ইন্টিজার এবং k একটি সংখ্যা দেয়া হবে। তোমাকে বলতে হবে k সংখ্যাটি N সংখ্যক                 ইন্টিজার এর মাঝে কতবার আছে?
৩. N সংখ্যক ইন্টিজার কে ছোট থেকে বড় আকারে প্রিন্ট কর।
৪. N সংখ্যক ইন্টিজার দেয়া হবে। প্রতিটি ইন্টিজার কতবার করে আছে (ascending order) প্রিন্ট কর।
Input :
6
10 10 2 3 2 8
Output :
2 is 2 times.
3 is 1 times.
8 is 1 times.
10 is 2 times.

1 comment:

  1. Jackpot Party Casino (2021) - jtmhub.com
    The jackpot party jackpot party 정읍 출장안마 casino is 하남 출장안마 a free 성남 출장안마 online slots and real money casino with over 충청남도 출장마사지 500 속초 출장샵 000 games and an amazing gaming experience.

    ReplyDelete