Saturday, February 17, 2018

কিউ ( Queue )

কিউ(Queue)

কিউ পুরোপুরি স্ট্যাক এর উলটা। এর কাজ করার সিস্টেম হল ঃ First In First Out ( FIFO ).

আমরা কিউ এর উদাহরন এভাবে দিতে পারি, ধরি আমরা বসুন্ধরায় "ভালোবাসা দিবি কিনা বল" মুভি দেখতে গেলাম। আমরা n সংখ্যক বন্ধু বান্ধব মিলে লাইন এ দাড়ালাম টিকেট কিনার জন্য। এই লাইনটিই কিন্তু একটি কিউ। ধরি আমাদের দাড়ানোর সিরিয়ালটি এরকম ঃ তারেক->আমি->জামি->আহানাফ->ইসলাম।
তাহলে কিউ এর একদম প্রথমে আছে তারেক। যখন ওর টিকেট কিনা হয়ে যাবে, ও সামনে দিয়ে লাইন থেকে বের হয়ে যাবে। প্রোগ্রাম এর ভাষায় একে বলে পপ ( pop() ). তাহলে তারেক পপ হবার পরে কিউ এর সামনে থাকবো এখন আমি। এভাবে যে আগে কিউ তে প্রবেশ করবে, সে আগে বের হবে, এটা হল আসল কথা।

#include<queue>
using namespace std;
int main()
{
        queue <string> q;
        q.push("Tarek");                         // কিউ তে insert এর জন্য push() ফাংশন
        q.push("Shishir");
        q.push("Jami");
        q.push("Ahanaf");
        q.push("Islam");
        while ( !q.empty() )
        {
                 cout << q.front() << endl;  // কিউ এর প্রথম এলেমেন্ট প্রিন্ট করলাম
                 q.pop();                              // কিউ এর প্রথম এলেমেন্ট রিমুভ করলাম
        }
return 0;
}

প্র্যাকটিস এর জন্য কিছু প্রব্লেম ঃ

১। একটি কিউ এ ১ থেকে ১০০ পর্যন্ত নম্বর পুশ কর এবং এর মধ্যে থেকে কেবল মাত্র জোড় সংখ্যাগুলো প্রিন্ট কর।

২। কিউ তে কতগুলি স্ট্রিং পুশ কর এবং তাদেরকে LIFO আকারে প্রিন্ট কর। (using queue, print the values like stack).

No comments:

Post a Comment